Site icon Jamuna Television

‘যারা দেশে সাহায্য বন্ধের কথা বলে তাদের রাজনীতি করার অধিকার নেই’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি

যারা বিদেশিদের বাংলাদেশে সাহায্য-সহযোগিতা বন্ধ করতে বলে তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (৩১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, তারেক রহমানের বক্তব্য প্রচার হাইকোর্টের নির্দেশের বরখেলাপ। তাই সে কাজ থেকে সকলকে বিরত থাকতে বলেন তিনি। এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতাদের বুস্টার ডোজ নেয়ার আহ্বান জানান ড. হাছান মাহমুদ।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিম সদস্য মতিয়া চৌধুরী বলেন, শুধু সরকার নয় আওয়ামী লীগ দল হিসেবে করোনায় মানবিক মূল্যবোধ থেকে কাজ করছে। করোনাকালে মানুষের পাশে দাঁড়িয়েছে।

Exit mobile version