Site icon Jamuna Television

ভোট কেন্দ্রে যাবার পথে প্রার্থীর মৃত্যু

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:

নওগাঁর নিয়ামতপুর উপজেলার নির্বাচনে ৪ নম্বর নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী নকুল চন্দ্র দাস মারা গেছেন।

সোমবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় ভোট কেন্দ্রে যাবার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

নকুল চন্দ্রের ছেলে স্বপন জানান, বাবা নিয়ামতপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডে বৈদ্যুতিক পাখা মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুরু থেকেই ভোটের মাঠে প্রচার-প্রচারণায় সরব ছিলেন তিনি। হঠাৎ আজ সকালে চার্জার ভ্যানে চড়ে ভোট কেন্দ্রে যাবার পথে তার মৃত্যু হয়।

নওগাঁ জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অসুস্থতা জনিত কারণে ভোটের দিন সকালে কেন্দ্রে যাবার পথে রিকশা ভ্যানে উঠার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নকুল চন্দ্র। এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। যথারীতি ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান তিনি।

ইউএইচ/

Exit mobile version