Site icon Jamuna Television

আইপিএলে মাঠে নামবে সাকিবের সানরাইজার্স

আইপিএলে আজ প্রথমবারের মত সানরাইজার্স হায়দ্রবাদের হয়ে মাঠে নামতে পারেন সাকিব আল-হাসান। প্রতিপক্ষ আজিঙ্কা রাহানের রাজস্থান রয়্যালস। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

আজ একাদশে থাকলে প্রথমবারের মত সানরাইজার্সের জার্সি গায়ে আইপিএলে খেলতে নামবেন সাকিব আল হাসান। সে ক্ষেত্রে বিদেশী কোটায় তার প্রতিদ্বন্দ্বি কেন উইলিয়ামসন, কার্লোস ব্রাথওয়েট, মোহাম্মদ নবী।

এবারের আসরে দু’দলের এটি প্রথম ম্যাচ। এর আগে দু’দলের সবশেষ ৫ দেখায় পিছিয়ে সাকিবের সানরাইজার্স। তাদের ২ জয়ের পরিবর্তে ৩ জয় রাজস্থান রয়্যালসের। দু’দলই একবার করে শিরোপা ঘরে তুলেছে। ২০০৮ সালে রাজস্থান আর ২০১৬ সালে মোস্তাফিজ-ওয়ার্নারের নৈপুণ্যে চ্যাম্পিয়ন হয়েছিলো সানরাইজার্স।

 

Exit mobile version