Site icon Jamuna Television

পররাষ্ট্রমন্ত্রী করোনা পজেটিভ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজেটিভ এসেছে। তবে উল্লেখযোগ্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলে জানা গেছে।

এর আগে, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারও তেমন কোনো শারীরিক সমস্যা নেই বলেই জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব মোহাম্মদ ইবনে কাসেম। তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় রয়েছেন।

এছাড়া, মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা জানান, গত বুধবার (২৬ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীর করোনা পরীক্ষা করানো হয়। পরীক্ষা করানো ৬৫ জনের মধ্যে ৬৪ জনেরই করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ২০ জন কর্মকর্তা, বাকিরা কর্মচারী।

Exit mobile version