Site icon Jamuna Television

সাকিবের প্রতিষ্ঠানের প্রচারণায় গেইল

ছবি: সংগৃহীত।

বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের ই-কমার্স প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ক্যারিবীয় তারকা ক্রিস গেইল। এক ভিডিওতে এই ক্রিকেট তারকাকে মোনাক মার্টের প্রচারণায় দেখা যায়।

ভিডিওতে গেইল বলছেন, ‘মোনার্ক মার্ট’ বাংলাদেশে নিয়ে আসছে ই-কমার্স। সাধ্যের মধ্যে কেনাকাটা মোনার্ক মার্টে। মোনার্ক মার্ট বিশ্বস্ততার আর এক নাম।

গ্রাহকের অর্থ লোপাট ও পণ্য নিয়ে গড়িমসি করার কারণে দেশের ই-কমার্স প্রতিষ্ঠান এখন হুমকির মুখে। এর মধ্যেই ক্রেতাদের ঝামেলাহীন কেনাকাটার জন্য এই ই-কমার্স প্রতিষ্ঠান চালু করেছেন সাকিব। প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এই অলরাউন্ডার।

ক্রিকেটের বাইরে রেস্টুরেন্ট ও খামারসহ বেশ কয়েকটি ব্যবসার সাথে যুক্ত আছেন সাকিব। কেনাকাটায় গ্রাকদের স্বাচ্ছন্দ্য দ্বিগুণ করতে মোনাক মার্ট প্রতিষ্ঠানটি কাজ করবে বলে মত সাকিবের। এবারের বিপিএলে ফরচুন বরিশালের স্পন্সর হিসেবে রয়েছে প্রতিষ্ঠানটি। ক্রিস গেইল ও সাকিব আল হাসান দুজনই এবার বিপিএল খেলছেন ফরচুন বরিশালের হয়ে।

জেডআই/

Exit mobile version