Site icon Jamuna Television

বান্ধবীকে পেটানোর অভিযোগ ম্যানইউ তারকা গ্রিনউডের বিরুদ্ধে (ভিডিও)

এবার নতুন বিতর্কে জড়ালেন ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ ম্যাসন গ্রিনউড। নিজ বান্ধবীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

রোববার (৩০ জানুয়ারি) তার বান্ধবী হ্যারিয়েট রবসন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এই অভিযোগ করেন। এ সময় তার শরীরে আঘাতের চিহ্নসহ বেশকিছু ছবি দেন রবসন। যার মধ্যে তার ঠোঁট ফেটে রক্ত ঝরার ছবিও রয়েছে। পাশাপাশি শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতের ছবিও তুলে ধরে গ্রিনউডকে দায়ী করেন তিনি।

https://twitter.com/i/status/1487739365321228290

এ নিয়ে ইংলিশ তারকার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি এখনও। এর আগে কোয়ারেনটাইন ভেঙে হোটেলে মেয়ে নিয়ে আসায় ইংল্যান্ড জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন ম্যাসন গ্রিনউড।

জেডআই/

Exit mobile version