আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল এবং তার স্ত্রী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (৩০ জানুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। ২০২০ সালের মার্চ মাসে এ রিট করা হয়। নেত্রকোণা জেলা কৃষকলীগের সভাপতি কেশব রঞ্জন সরকারের করা রিট আবেদন করেন। দুর্নীতি নয় বরং ব্যক্তিগত ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই রিট দায়ের করা হয় বলে আদালতকে জানান রাষ্ট্রপক্ষ। এতে দুদককে দোষী প্রমাণের চেষ্টা করা হয় বলে জানান দুদকের আইনজীবী।

