Site icon Jamuna Television

গার্ডকে মেরে সঙ্গীসহ পালালো সিংহী

ছবি: সংগৃহীত

ইরানের মারকাজি প্রদেশের আরাক চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গার্ডকে মেরে পুরুষ সঙ্গীসহ পালিয়েছে এক সিংহী। পরে পলাতক এ জুটিকে আটক করা হয়েছে বলে জানা গেছে। খবর আল অ্যারাবিয়ার।

সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে চিড়িয়াখানা কর্তৃপক্ষ সিংহ জুটির পালানোর খবর নিশ্চিত করে।

নাম না প্রকাশের শর্তে চিড়িয়াখানার এক কর্মচারী জানিয়েছেন, কয়েক বছর আগে চিড়িয়াখানার আসে সিংহ দুটি। সোমবার সকালে খাঁচা থেকে বাইরে বেরিয়ে এক নিরাপত্তা রক্ষীর ওপর ঝাপিয়ে পড়ে সিংহীটি। আক্রান্ত হওয়ার আগে সিংহ জুটির জন্যই খাবার এনেছিলেন ওই নিরাপত্তা রক্ষী।

মারকাজি প্রদেশের গভর্নর আমির হাদি এর বরাতে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ জানিয়েছে, এ ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী চিড়িয়াখানার নিয়ন্ত্রণ নেয়। তাদের তৎপরতায় পরে পোলাটোকো সিংহ জুটিকে জীবিত ধরা হয়।

/এসএইচ

Exit mobile version