Site icon Jamuna Television

কক্সবাজারে দেশের সবচেয়ে বড় মাদকের চালান আটক করেছে বিজিবি

ফাইল ছবি

এ পর্যন্ত দেশে সবচেয়ে বড় মাদকের চালান আটকের খবর নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশেষ এক অভিযানে ৪৮ কোটি ৯০ লক্ষ টাকা মূল্যমানের ৯ কেজি ক্রিস্টাল মেথ আইস, এবং ৩ কোটি ৯০ লক্ষ টাকা মূল্যমানের ১,৩০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, রোববার (৩০ জানুয়ারি) কতিপয় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ আইস নিয়ে বাংলাদেশ-মায়ানমার সীমান্তের জিরো লাইনে পাচারের জন্য একটি গুপ্ত ভান্ডারে জমা করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বিজিবি।

এ সংবাদের ভিত্তিতে ব্যাটেলিয়ন অধিনায়কের নেতৃত্বে বিজিবির একটি দল আনুমানিক রাত পৌনে ১০টায় উখিয়ার বালুখাল কাটাপাহাড়ে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের লিডার নবী হোসেনের আস্তানায় কমান্ডো রেইড পরিচালনা করে।

অভিযানে সন্ত্রাসীরা বিজিবির উপস্থিতি আঁচ করতে পেরে বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি করতে শুরু করলে, বিজিবি সদস্যরাও পাল্টা গুলি চালান। এ সময় নবী হোসেন গ্রুপের সদস্যরা গুলি চালাতে চালাতে পার্শ্ববর্তী গোলপাতার বাগান হয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়। পরে, নবী হোসেনের আস্তানায় তল্লাশি চালিয়ে ৪৫,০০,০০,০০০/- (পঁয়তাল্লিশ কোটি) টাকা মূল্যমানের ৯ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করে বিজিবি।

এছাড়াও, উখিয়ার তুলাতলী আমবাগান নামক স্থানে আরেকটি মাদকবিরোধী অভিযানে ২,৪০,০০,০০০/- (দুই কোটি চল্লিশ লক্ষ) টাকা মূল্যমানের ৮০,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে।

আরেকটি অভিযানে, বালুখালী থেকে মালিকবিহীন ১,৫০,০০,০০০/- (এক কোটি পঞ্চাশ লক্ষ) টাকা মূল্যমানের ৫০,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে বিজিবি।

উল্লেখ্য, ২০২২ সালের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত চোরাচালান ও মাদক বিরোধী অভিযানে ১৯,৬৩,০৫,০০০/- (উনিশ কোটি তেষট্টি লক্ষ পাঁচ হাজার) টাকা মূল্যমানের ৬,৫৪,৩৫০ পিস বার্মিজ ইয়াবা এবং ৭০,০০,০০,০০০/- (সত্তর কোটি) টাকা মূল্যমানের ১৪ কেজি ক্রিস্টাল মেথ আইসসহ সর্বমোট ৮৯,৬৩,০৫,০০০/- (ঊননব্বই কোটি তেষট্টি লক্ষ পাঁচ হাজার) টাকা মূল্যমানের মাদকদ্রব্যসহ ৮ মাদক চোরাচালানীকে আটক করেছে।


/এসএইচ

Exit mobile version