Site icon Jamuna Television

জয় বাংলা পোস্টে হা হা রিঅ্যাক্ট প্রদানকারীদের সতর্ক করলেন মোস্তফা জব্বার

ছবি: সংগৃহীত

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে নানান বিষয় নিয়ে নিয়মিত পোস্ট করেন। এবার তিনি তার এক ফেসবুক পোস্টে হা হা রিঅ্যাক্টকারীদের বিরুদ্ধে দিলেন কঠোর সতর্কবার্তা। ‘জয় বাংলা’ কিংবা বাংলাদেশের অগ্রগতির কথা থাকে এমন কোনো পোস্টে ‘হা হা’ রিঅ্যাক্ট দেয়া হলে তাদেরকে ব্লক করবেন বলে জানিয়েছেন তিনি।

আজ সোমবার (৩১ জানুয়ারি) দুুপুরে মন্ত্রী ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তিনি লেখেন, আমার কোনো পোস্টে জয় বাংলা বা বাংলাদেশের অগ্রগতির কথা থাকলেই কিছু লোক হা হা রিঅ্যাকশন প্রদান করেন। আমি বুঝতে পারি তারা জয় বাংলা শ্লোগান বা দেশটার সামনে যাওয়া পছন্দ করেন না।

আরও পড়ুন: ‘মন চাইছে আত্মহত্যা ক‌রি’

তিনি আরও লেখেন, আমার বন্ধু তালিকায় যারা আছেন তাদের দু-একজন এমন কাজ করেছেন ও ব্লকড হয়েছেন। ভবিষ্যতেও এমন কাজ করলে ব্লকড হবেন। যারা অনুসারী তাদেরকেও সতর্ক করছি যে এই ধরনের আচরণ অন্তত আমার দেয়ালে (ফেসবুক ওয়ালে) করবেন না। আমাকে পছন্দ না হলে সরে যান। কেউ আপনাকে ডেকেও আনেনি বা আসতে বাধ্যও করেনি। আমি আমার নীতিতে অটল আছি এবং থাকবো।

/এনএএস

Exit mobile version