Site icon Jamuna Television

করোনায় আক্রান্ত হলেন জাস্টিন ট্রুডো

ছবি: সংগৃহীত

করোনায় আক্রান্ত হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সোমবার (৩১ জানুয়ারি) ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন স্বয়ং ট্রুডো।

তিনি লিখেছেন, আজ সকালে আমার কোরোনা টেস্টের রিপোর্ট পজেটিভ এসেছে। আমি ভালো আছি এবং এই সপ্তাহে স্বাস্থ্যবিধি মেনেই দুরত্ব রক্ষা করে কাজ করবো। পোস্টের শেষে তিনি সবাইকে ভ্যাকসিন নেয়ার জন্য অনুরোধ জানান।

আরও পড়ুন: সপরিবারে আত্মগোপনে জাস্টিন ট্রুডো

প্রসঙ্গত, বিক্ষোভের মুখে বাড়ি ছেড়ে সপরিবারে আত্মগোপনে আছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রোববার (৩০ জানুয়ারি) এমন দাবি করে কানাডার কয়েকটি গণমাধ্যম।

করোনার টিকা বাধ্যতামূলক করার প্রতিবাদে কয়েকদিন ধরেই কানাডায় ট্রাক চালকদের ব্যাপক বিক্ষোভ চলছে। ট্রাক চলাচল বন্ধ হয়ে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে বিভিন্ন শহর। এতে ব্যাহত হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি। পণ্য বহন না করে ট্রাক নিয়ে রাজধানী অটোয়ায় জড়ো হয়েছেন হাজার হাজার চালক।

ধারণা করা হচ্ছে, এর জেরেই নিরাপত্তার শঙ্কায় গোপন ঠিকানায় আশ্রয় নিয়েছেন ট্রুডো পরিবার। তবে, প্রধানমন্ত্রীর দফতর থেকে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। জানানো হয়, নিরাপত্তাজনিত কারণেই প্রধানমন্ত্রীর অবস্থান কাউকে জানানোর সুযোগ নেই।

/এনএএস

Exit mobile version