Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে দুই বছরে ডায়াবেটিসে মৃত্যু এক লাখের বেশি

ছবি: সংগৃহীত

২০২১ সালে ডায়াবেটিসজনিত রোগে ভুগে যুক্তরাষ্ট্রে এক লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে টানা দুই বছর দেশটিতে এ রোগে মৃত্যু লাখ ছাড়াল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্লিনিক্যাল কেয়ার কমিশন প্যানেল কংগ্রেসে এ তথ্য তুলে ধরেন। খবর রয়টার্সের।

মার্কিন কংগ্রেসে উপস্থাপিত রিপোর্টে বলা হয়েছে, শুধু যুক্তরাষ্ট্রে না বরং সারা বিশ্বেই উদ্বেগজনক হারে বাড়ছে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা। ২০১৯ সালেও যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ জীবনঘাতী রোগের তালিকায় সাত নম্বরে ছিল ডায়াবেটিস। ওই বছর যুক্তরাষ্ট্রে ৮৭ হাজারেরও বেশি মানুষ ডায়াবেটিসে ভুগে মৃত্যুবরণ করেছেন। আর, যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে ডায়াবেটিস জনিত কারণে মৃত্যুর সংখ্যা ১৭ শতাংশ এবং ২০২১ সালে ১৫ শতাংশ বেড়েছে।

রিপোর্টে আরও বলা হয়, করোনা মহামারীর মধ্যে ডায়াবেটিসের মত দীর্ঘমেয়াদী রোগের চিকিৎসার সুযোগ সীমিত হওয়া এবং ডায়াবেটিস আক্রান্ত কোভিড রোগীদের অন্যান্য রোগীদের তুলনায় অধিক জটিলতা দেখা দেয়া ও মৃত্যুর ঝুঁকি বেড়ে যাওয়া গত দুই বছরে ডায়াবেটিসে মৃত্যু বৃদ্ধির কারণ।

দেশটির মহামারী বিশেষজ্ঞ ডা. পল সু রয়টার্সকে বলেন, ‘টানা দ্বিতীয় বছরের মতো ডায়াবেটিসে এত বেশি সংখ্যক মানুষের মৃত্যু সতর্কবার্তা দেয়ার জন্য যথেষ্ট। ডায়াবেটিস টাইপ ২ প্রতিরোধযোগ্য হলেও এ রোগে এত মানুষের মৃত্যু খুবই দুঃখজনক।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় তিন কোটি ৭০ লাখ। যা দেশটির মোট জনসংখ্যার ১১ শতাংশ। দেশটির চিকিৎসাবিদদের আশঙ্কা, যেভাবে ডায়াবেটিসের বিস্তার ঘটছে, তাতে প্রতি তিনজনে একজন আমেরিকান জীবদ্দশায় ডায়াবেটিসে আক্রান্ত হবেন।

/এসএইচ

Exit mobile version