Site icon Jamuna Television

মাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দেয়ার ৩০ মিনিট পর ছেলের মৃত্যু

বরগুনা প্রতিনিধি:

মাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দেয়ার ত্রিশ মিনিট পরই বরগুনার পাথরঘাটার যুবক মোজাহিদুল আলম সজিবের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) বেলা তিনটার দিকে ঢাকার কোনাবাড়ি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

ঢাকার গাজীপুর এলাকার কর্মস্থল ইসলাম গ্রুপের ইসলাম গার্মেন্টস (ইউনিট ২) মার্চেন্ট এজিএম পদে কর্মরত ছিলেন সজিব। বিষয়টি নিশ্চিত করেছেন সজিবের স্বজনরা। ইসলাম গার্মেন্টস (ইউনিট ২) এর ফ্যাশন ডিজাইনার ফয়সাল আহমেদ জানান, তার ডেক্সে কাজ করার এক পর্যায়ে বেলা তিনটার দিকে ওয়াসরুমে গিয়ে হাতমুখ ধুয়ে আবার তার ডেস্কে বসেন। এসময় তিনি চেয়ার থেকে পড়ে গেলে অন্য সহকর্মীদের সহায়তায় অফিসের মধ্যেই নামাজের স্থানে নিয়ে শোয়ানো হয়। অবস্থা খারাপের দিকে গেলে স্থানীয় কোনাবাড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আগামীকাল পহেলা ফেব্রুয়ারি জোহর নামাজ বাদ পাথরঘাটায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: ৮ মিনিট দেরি হওয়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারলেন না নিপুণ!

সজীব তার ফেসবুক পোস্টে মাকে নিয়ে লেখে, দ্বিমত থাকতেই পারে কিন্তু আমি জানি এবং বিশ্বাস করি, ইনকাম যতো কষ্টেরই হোক না কেন, তবে নিজের বাবা-মায়ের মুখে খাবার তুলে দেয়া, বাবা-মায়ের দেখাশোনা করার দায়িত্ব শুধুমাত্র অনেক বেশি সৌভাগ্যবানেরাই নিতে পারে । নিজের বাবা-মা কে সম্মান করুন, শ্রদ্ধা করুন ভালোবাসুন। বাবা-মা যে কি জিনিস তা যাদের বাবা-মা নেই তাদের কাছে জিজ্ঞাসা করুন, তাদের থেকে ভালো উত্তর আর কেউই দিতে পারবে না।

/এনএএস

Exit mobile version