Site icon Jamuna Television

করোনার বিধিনিষেধের মধ্যেই পশ্চিমবঙ্গে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

ছবি: সংগৃহীত।

ভারতের পশ্চিমবঙ্গে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের দাপট কিছুটা কমতে শুরু করেছে। যদিও সংক্রমণ নিয়ন্ত্রণে বিধিনিষেধ ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে এরইমাঝে ঘোষণা এসেছে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার।

আগামী বুধবার (২ ফেব্রুয়ারি) থেকে খোলা হবে শিক্ষাপ্রতিষ্ঠান। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানান পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পক্ষ থেকে এক নির্দেশনায় বলা হয়, আগামী বুধবার থেকে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। খুলে যাবে কলেজ, বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ও আইটিআই। আর পঞ্চম থেকে সপ্তম শ্রেনীর ছাত্রছাত্রীদের ক্লাস শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেবেন নিজ বিদ্যালয়ের শিক্ষকরা। যদিও প্রাথমিক বিদ্যালয়ের ব্যাপারে নেয়া হয়নি কোনো সিদ্ধান্ত।

রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, করোনার এই বিধিনিষেধ চলাকালে ৭৫ শতাংশ কর্মী নিয়ে খোলা যাবে সরকারি ও বেসরকারি অফিসসমূহ। এদিকে, রাতের কারফিউ ১ ঘণ্টা কমিয়ে ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত করা হয়েছে।

জেডআই/

Exit mobile version