Site icon Jamuna Television

বইমেলা ছাড়াই আরেকটি ভাষার মাস শুরু

ফাইল ছবি

অমর একুশে বইমেলা ছাড়াই শুরু হচ্ছে আরেকটি ভাষার মাস। করোনা পরিস্থিতির কারণে গত বছরও এমন দৃশ্য প্রত্যক্ষ করেছে দেশের মানুষ।

ভাষার মাস ফেব্রুয়ারি শুরু হবে বইমেলা উদ্বোধনের মধ্য দিয়ে সেটিই রেওয়াজ হয়ে দাঁড়িয়েছিল। সেটাই স্বাভাবিক ছিল। কিন্তু করোনা মহামারি বদলে দিলো সব। জানুয়ারি থেকে নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের সুবাদে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মেলা অন্তত দুই সপ্তাহ পিছিয়ে দেয়ার ঘোষণা আসে।

ভাষার মাসেই শহীদদের স্মরণে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। তবে করোনা মহামারির কারণে এবারের একুশের অনুষ্ঠানমালায় আনা হচ্ছে পরিবর্তন। একুশের মাসের সবচেয়ে বড় কর্মযজ্ঞ মাসব্যাপী বইমেলা, যা এবার ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে না।

ইতোমধ্যে বইমেলা দুই সপ্তাহ পিছিয়ে দেয়া হয়েছে। তবে তাতে ফেব্রুয়ারির মাহাত্ম্য ম্লান হবে না। করোনা মহামারির বাস্তবতা বিবেচনা করে এবারও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে সামাজিক ,রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।

/এসএইচ



Exit mobile version