Site icon Jamuna Television

দেশরক্ষার জন্য অস্ত্র তুলে নিচ্ছেন ইউক্রেনের নারীরা

রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে অস্ত্র হাতে তুলে নিচ্ছেন ইউক্রেনের সাধারণ নারীরা। সার্বভৌমত্ব রক্ষায় তারা প্রশিক্ষণ নিচ্ছেন সেনাবাহিনীর কাছ থেকে। গৃহস্থালি ছেড়ে সামরিক প্রশিক্ষণ নেয়া এসব নারী বলছেন, দেশরক্ষায় ছাড় দেবেন না এক চুলও। যুদ্ধের দামামা বাজার সাথে সাথেই প্রতিরোধ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় তাদের।

রাশিয়া সীমান্ত থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে ইউক্রেনের খারকিভ শহর। স্থানীয়দের শঙ্কা, দেশের দ্বিতীয় জনবহুল এই শহরটিতেই সবার আগে হামলা চালাতে পারে রুশ বাহিনী।

ভয়াবহ হামলা থেকে নিজেদের ভূখণ্ড রক্ষায় যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে চান শহরের নারীরাও। তাই, রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধ বিমান, কামান, ট্যাঙ্কার, মিসাইলের বিপরীতে, একে-৪৭, কালাশনিকভের মতো আগ্নেয়াস্ত্রের হাতে প্রশিক্ষণ নিচ্ছেন তারা।

মুসলিম নারী সংস্থার প্রধান ভেটলানা পুতিলিনা বলছেন, সীমান্ত পরিস্থিতি সম্পর্কে প্রতিটি মুহূর্ত পর্যবেক্ষণ করছি আমরা। পরিবারের সবচেয়ে ছোট থেকে বড় সদস্য সবাই প্রস্তুতি নিয়ে রাখছি। সরকার চাইলেই আমরা অস্ত্র হাতে তুলে নেবো। শহর রক্ষায় হামলার প্রথম মিনিট থেকেই তারা প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত বলেও জানান এই নারী।

অন্যান্য নারীরাও বলছেন, আমরা আতঙ্ক চাই না। তবে আঘাত আসলে এক চুলও ছাড় দেবো না।

প্রশিক্ষণ নেয়া নারীদের এই দলে রয়েছে তরুণী থেকে শুরু করে ৭৫ বছর বয়সী বৃদ্ধরাও। এরই মধ্যে ট্রেনিং শেষ করে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ শুরু করেছে বেশ কয়েকটি দল।

/এডব্লিউ

Exit mobile version