Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার বাদানুবাদ এবার জাতিসংঘে

ইউক্রেন ইস্যুতে এবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বাদানুবাদে জড়ালো যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। সোমবার (৩১ জানুয়ারি) এই অনুষ্ঠিত বৈঠক হয়।

এতে মস্কো-ওয়াশিংটন ছাড়াও অংশ নেয় চীন, ইউক্রেন, ব্রিটেনসহ নিরাপত্তা পরিষদের সব সদস্য। বৈঠকে জাতিসংঘের মার্কিন দূত লিন্ডা টমাস গ্রিনফিল্ড বলেন, ইউক্রেন সীমান্তে আগ্রাসনের হুমকি উস্কানিমূলক। রাশিয়ার তরফ থেকেই বার বার যুদ্ধের উস্কানি দেয়া হচ্ছে।

এর জবাবে রুশ রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া বলেন, ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর কোনো প্রমাণ নেই। পরিস্থিতি ঘোলাটে করতেই পশ্চিমারা উস্কানিমূলক কথা ছড়াচ্ছে।

রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের উত্তেজনা নিরসনে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আজ। মস্কো জানায়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিঙ্কেনের সাথে টেলিফোনে আলোচনা করবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

/এডব্লিউ

Exit mobile version