Site icon Jamuna Television

নিসের কাছে হেরে শেষ ষোলো থেকে পিএসজির বিদায়

ছবি: সংগৃহীত

নিসের কাছে হেরে আসরের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে পিএসজি। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হওয়ার পর টাইব্রেকারে ৬-৫ গোলে হেরেছে ফরাসি জায়ান্টরা।

করোনামুক্ত হয়ে এদিন প্রথমবারের মতো মাঠে নামেন লিওনেল মেসি। আসরের নিয়মানুযায়ী নেইমারের অনুপস্থিতিতে ১০ নম্বর জার্সি পড়ে খেলতে নামেন এই আর্জেন্টাইন তারকা। তবে প্রথমার্ধে আধিপত্য দেখালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তার দল পিএসজি। বিরতির পর ইকার্দির পরিবর্তে মাঠে নামেন কিলিয়ান এমবাপ্পে। তাতেও ভাগ্য পাল্টায়নি পচেত্তিনো শিষ্যদের। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় গোলশূন্য ড্রয়ে।

টাইব্রেকারে নিজেদের প্রথম তিন শটে গোলের দেখা পায় নিসে। তবে মেসি ও এমবাপ্পে গোল করলেও মিস করেন পারদেস। শেষ দিকে জাভি সিমোন্সের শট ফিরিয়ে নিসের জয়ের নায়ক গোলরক্ষক বুকা।

আরও পড়ুন: চলতি মৌসুম শেষে রিয়ালে যোগ দেবেন এমবাপ্পে!

ইউএইচ/

Exit mobile version