Site icon Jamuna Television

কোটা পদ্ধতি নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশ

কোটা পদ্ধতি নিয়ে পরীক্ষা-নীরিক্ষা করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি নিয়ে সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনানুষ্ঠানিক আলোচনায় এ নির্দেশ দেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। এ প্রসঙ্গে পরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোটা পদ্ধতিতে মেধাবীদের কোনো ক্ষতি হচ্ছে না। কোটায় পাওয়া না গেলে মেধাবীদের দিয়েই শূণ্য পদ পূরণ করা হয়।

সচিব আরো বলেন, ৩৩তম বিসিএসে ৭৭ ভাগ, ৩৫তম-তে ৬৬.৪, এবং ৩৬তম বিসিএসে ৭০.৩৮ ভাগ শিক্ষার্থী মেধা থেকে সুযোগ পেয়েছে।

মন্ত্রিসভার বৈঠকে এছাড়াও স্ট্যান্ডার্ড ওজন ও পরিমাপ, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, কৃষি বিপণনসহ কয়েকটি আইনের খসড়ার চূড়ান্ত ও নীতিগত অনুমোদন দেয়া হয়।

Exit mobile version