Site icon Jamuna Television

আজ বাসায় ফিরবেন খালেদা জিয়া

বেগম খালেদা জিয়া। ফাইল ছবি।

আজ সন্ধ্যায় হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাসায় ফিরবেন। বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন এই নেত্রীর সন্ধ্যা ৬টার পরে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা রয়েছে।

এ উপলক্ষে সন্ধ্যা ৬ টায় একটি সংবাদ সম্মেলন করবে এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ গঠিত বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ড।

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বেগম খালেদা জিয়া। আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভোগা খালেদা জিয়াকে চিকিৎসা দিয়ে আসছিল এভার কেয়ার হাসপাতাল।

Exit mobile version