Site icon Jamuna Television

রোজাকে সামনে রেখে দাম বেড়েছে ভোজ্যতেলের

রোজাকে সামনে রেখে বাজারে বেড়েছে ভোজ্যতেল সয়াবিন ও পাম অয়েলের দাম। আটা, ময়দা আর চিনির পাশাপাশি বেড়েছে সব রকরমের পণ্যেরই দাম।

দুই মাস পর শুরু হবে রোজা। এমন সময়ে নতুন করে ভোজ্যতেল সয়াবিন ও পাম অয়েলের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বোতলজাত ৫ লিটার সয়াবিন বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৭৯০ টাকা। খোলা তেল লিটার প্রতি বিক্রি হচ্ছে ১৬৫ টাকা। সাদা চিনি কেজি প্রতি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা। আর লাল চিনি বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকায়।

ডিম, মাছ, পেঁয়াজ ও আলুর দাম আগের মতোই চড়া। ব্যবসায়ীরা বলছেন তেলের দাম বাড়তি লিটারে ৮ টাকা বেড়েছে। পাশাপাশি বেড়েছে চালের দামও।

গত সপ্তাহেও শিম বিক্রি হয়েছে ৬০ টাকা। ২০ থেকে ২৫ টাকায় পাওয়া গেছে ফুলকপি, বাঁধাকপি। মূলার কেজি ৩০ টাকা। সে তুলনায় বেশ চড়া দামে বিক্রি হচ্ছে করলা, বেগুন। তের সবজি বেচাকেনা হচ্ছে গত বছরের চেয়ে অন্তত ৩০ শতাংশ বেশি দামে।

/এডব্লিউ

Exit mobile version