Site icon Jamuna Television

খসে গেছে হাত-পা, তবু থেমে নেই জব্বার

দুই হাত ও পা কিছুই নেই। হাঁটা তো দূরে থাক এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয় স্ত্রীর সাহায্যে। অথচ রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন জব্বার হাওলাদার। পেশায় তিনি একজন পল্লি চিকিৎসক। জব্বার ও হেলেনা বেগম দম্পতির এই জীবনযুদ্ধ নতুন প্রজন্মের কাছে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা।

পল্লি চিকিৎসক জব্বার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাসিন্দা। আর দশজনের মতো স্বাভাবিক জীবন ছিল জব্বারের। কিন্তু হঠাৎ এক দুর্ঘটনায় লণ্ডভণ্ড সব। ১৯৮৫ সালে বাড়িতে কাজ করার সময় পায়ে আঘাত পান জব্বার হাওলাদার, সেখান থেকে প্রথম ধরা পড়ে গ্যাংগ্রিন। এটি সারা শরীরে ছড়িয়ে পড়ায় বাধ্য হয়ে কেটে ফেলতে হয় কোমরের নিচের অংশ আর কনুই থেকে দুই হাত। তবে দমে যাননি জব্বার। এমএলএফ পাস জব্বার গ্রামবাসীকে চিকিৎসা দিয়ে সচল রেখেছেন সংসারের চাকা।

জব্বারের সংগ্রামী জীবনে সবসময় ছায়ার মতো পাশে আছেন স্ত্রী হেলেনা বেগম। বাসা থেকে চেম্বার পর্যন্ত স্ত্রীর সহায়তায় যাতায়াত করেন জব্বার। জব্বারের এই জীবন-সংগ্রাম অবাক করে অন্যদের। জোগায় অনুপ্রেরণাও।

ব্যক্তিগত জীবনে জব্বার ৩ মেয়ে ও ১ ছেলের জনক। এরই মধ্যে বিয়ে দিয়েছেন ২ মেয়ের। বাকি ২ জনও লেখাপড়া করছে স্কুলে।

/এডব্লিউ

Exit mobile version