Site icon Jamuna Television

কাল আলাদা ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাই পর্বে কাল আলাদা ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা। যেখানে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে মাঠে নামবে ব্রাজিল। আর দিনের অপর ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া।

বিশ্বকাপ বাছাই পর্বে প্যারাগুয়ের ম্যাচকে সামনে রেখে নিবিড় অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে ব্রাজিল। এরই মধ্যে দলটির কোচ আভাস দিয়েছে বেশ কয়েকটি পরিবর্তনের। নতুন পরিকল্পনায় গোলপোস্টের নীচে দেখা যাবে ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এডারসনকে। এদিকে করোনায় আক্রান্ত হওয়ায় অ্যালেক্স সান্দ্রোর জায়গায় দলে জায়গা পেয়েছেন অ্যালেক্স টেলেস। বাংলাদেশ সময় খেলাটি শুরু হবে ভোর সাড়ে ৬টায়।

এদিকে বাছাইপর্বের আরেক ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও কলম্বিয়া। গুরুত্বপূর্ণ এই খেলার আগে অনুশীলনে মনোযোগ তাদের। জয় ছাড়া বিকল্প কিছু ভাবছে না আর্জেন্টিনা। ম্যানচেস্টার সিটির জুলিয়ান আলভারেজ এদিন ঝরিয়েছেন বাড়তি ঘাম।

আরও পড়ুন: ক্রিকেটকে বিদায় বললেন ব্রেসন্যান

ইউএইচ/

Exit mobile version