Site icon Jamuna Television

স্বাস্থ্যকর্মীদের বাধ্যতামূলক টিকা গ্রহণ নীতি প্রত্যাহারের পরিকল্পনা যুক্তরাজ্যের

ইংল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। সংগৃহীত ছবি

স্বাস্থ্যকর্মীদের বাধ্যতামূলক টিকা গ্রহণ নীতি প্রত্যাহারের পরিকল্পনা করেছে যুক্তরাজ্য সরকার।

সোমবার (৩১ জানুয়ারি) এ তথ্য জানান দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবর।

সাজিদ জাভিদ জানান, বর্তমান পরিস্থিতিতে এ নীতি চালু রাখা প্রয়োজন আছে কিনা তা নিয়ে চলছে আলোচনা। মূলত বাধ্যতামূলক টিকা কার্যক্রম নিয়ে স্বাস্থ্যকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়া অসন্তোষের জেরে এ সিদ্ধান্ত সরকারের। সরকারের আশঙ্কা, অসন্তোষ ছড়ালে দেখা দিতে পারে কর্মী সঙ্কট। ফলে ঝুঁকিতে পড়বে গোটা দেশের স্বাস্থ্যসেবা। দেশটিতে এখনও টিকার আওতায় আসেনি ৭৫ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী। এর আগে ২০২১ সালের নভেম্বরে স্বাস্থ্যকর্মীদের টিকাগ্রহণ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেয় ব্রিটেন।

Exit mobile version