Site icon Jamuna Television

ব্যাটিং পরামর্শকের দায়িত্ব নিতে কাল ঢাকায় আসছেন জেমি সিডন্স

ছবি: সংগৃহীত

ব্যাটিং পরামর্শকের দায়িত্ব বুঝে নিতে কাল বিকেলে ঢাকায় আসছেন বাংলাদেশের সাবেক হেড কোচ জেমি সিডন্স।

নতুন দায়িত্বে তরুণ ক্রিকেটারদের মান উন্নয়নে কাজ করবেন এই অজি কোচ। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন সিডন্স নিজেই। জানিয়েছিলেন নতুন দায়িত্ব পেয়ে বাংলাদেশে আসতে পেরে অনেক বেশি রোমাঞ্চিত তিনি। পাশাপাশি নিজের অভিজ্ঞতা তরুণ ক্রিকেটারদের সাথে ভাগাভাগি করার জন্য মুখিয়ে আছেন সিডন্স।

এর আগে ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন এই অজি। মূলত ২০১১ বিশ্বকাপে ব্যর্থতার জন্য বিদায় নিতে হয়েছিল সিডন্সকে।
আরও পড়ুন: চলতি মাসে বাংলাদেশে আসছে আফগানিস্তান
ইউএইচ/

Exit mobile version