Site icon Jamuna Television

খালেদা জিয়া দেশে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরছেন: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সংবাদিকদের সাথে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

এসময় ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অপরাজনীতি করেছে। মিথ্যা কথা বলে দলটি দেশে অস্থিতিশীলতা তৈরি করতে চেয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আরও অভিযোগ করেন, দেশের চিকিৎসা নিয়ে নানা ধরনের সমলোচনা করেছেন তারা। অথচ দেশের চিকিৎসায় খালেদা জিয়া সুস্থ হয়ে উঠেছেন বলে জানান তথ্যমন্ত্রী।

Exit mobile version