Site icon Jamuna Television

প্যারাগুয়েতে গোলাগুলি, নিহত ২

সংগৃহীতব ছবি

প্যারাগুয়েতে গোলাগুলির ঘটনায় প্রাণ হারালেন কমপক্ষে দু’জন। আরও ৪ ব্যক্তি মারাত্মক আহত। রয়টার্সের খবর।

সোমবার (৩১ জানুয়ারি) রাজধানীর কাছেই একটি কনসার্ট চলাকালে হয় হামলাটি।

পুলিশ প্রশাসন বলছে, নিহতদের একজন ছিলেন হামলার লক্ষ্যবস্তু। তদন্তের খাতিরেই তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে মৃত্যুবরণ করেন ক্রিস্টিনা ভিতা আরানদা নামের অপর নারী। তিনি দেশটির ক্লাব পর্যায়ের জনপ্রিয় ফুটবল তারকার স্ত্রী। আহতদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। এখনো হামলাকারীর কোনো সন্ধান পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত শত্রুতা থেকেই চালানো হয়েছে হামলাটি। যার শিকার হয়েছেন কনসার্টে আসা বাদবাকিরা। এ বিষয়ে চলছে বিস্তারিত তদন্ত।

Exit mobile version