Site icon Jamuna Television

ক্রিকেটারদের অভিমান, মাহমুদউল্লাহ-মুশফিক-তামিমের পর মিরাজ

চলছে অভিমানের একের পর এক পর্ব।

আন্তর্জাতিক থেকে ঘরোয়া, সবখানেই দেখা যাচ্ছে ক্রিকেটারদের অভিমান। টেস্ট থেকে মাহমুদউল্লাহর বিদায়, উইকেটের পেছন থেকে মুশফিকের সরে দাঁড়ানো, নতুনদের জায়গা করে দেয়ার নামে টি-টোয়েন্টি থেকে তামিমের দূরে থাকা, সবশেষ মিরাজ কাণ্ড- সবখানেই রয়েছে অভিমানের সুর। দেশের ক্রিকেটের জন্য এ এক অশনি সংকেত, বলেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাজিমউদ্দিন।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেটে অভিমান নামক ওজনদার শব্দটির আগমন মাহমুদউল্লাহর হাত ধরে। প্রায় দেড় বছর টেস্ট দলের বাইরে থাকার পর সুযোগ পেয়ে জিম্বাবুয়ের বিপক্ষে প্রত্যাবর্তনের ম্যাচে দেড়শো রানের ইনিংস খেলেই ফরম্যাটটিকে বিদায় বলে দেন টি-টোয়েন্টি অধিনায়ক। মাহমুদউল্লাহর মতোই অভিমানের পাহাড় জমেছিল মুশফিকের মনেও। নুরুল হাসান সোহানের কাছে গ্লাভস হারানোর পর তিনি বলেই দেন, উইকেটের পেছনে আর দাঁড়াবেন না তিনি। টি-টোয়েন্টিতে তামিম ইকবালের অনীহার পেছনেও অভিমানকে কারণ হিসেবে দেখছেন অনেকেই। ক্রিকেটারদের এই আছি এই নাই নাটকে সবশেষ পর্ব সংযোজন করলেন অভিমানী মিরাজ। অধিনায়কত্ব হারিয়ে বিপিএলে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন এই অলরাউন্ডার।

বাংলাদেশ ক্রিকেটে খেলোয়াড়দের চেয়েও অফিসিয়ালদের স্বার্থকেই প্রাধান্য দেয়া হয়, এমনটাই মনে করেন সাবেক ক্রিকেটার নাজিমউদ্দিন। তিনি বলেন, আগে ক্রিকেটারদের জন্য ছিলেন অফিসিয়ালরা। কিন্তু এখন আর এমনটা নেই। ফলাফল কেন্দ্রীক চিন্তা ভাবনা প্রকট হওয়ায় দলে কে আছে কে নেই, তা আর দেখা হয় না। ক্রিকেটারদের খারাপ সময় যেতেই পারে। কিন্তু ক্রিকেটীয় এ ব্যাপারটাই আমরা বুঝতে চাই না।

ক্রিকেটের এই সংস্কৃতিতে ভবিষ্যৎ ক্রিকেটারদের জন্য যে ভালো কিছু শেখার নেই, এমনটা মনে করেন নাজিমউদ্দিন। সেই সাথে, ক্রিকেট প্রশাসকদের কাছ থেকে সতর্ক আচরণও আশা করেন তিনি। নাজিমউদ্দিন বলেন, যারা কখনোই ক্রিকেটের সাথে ছিলেন না, তাদের একটা দায়িত্বে বসিয়ে দিলে সমস্যা হয়। তারা নিজেদের মতো করে অনেক কিছুই করতে চান, যা কাম্য নয়। জাতীয় দলের ক্রিকেটারদের কীভাবে সম্মান করতে হয়, সেটা জানা উচিত।

ক্রিকেটারদের একের পর এক অভিমানের ঘটনায় হতবিহ্বল সাবেকরা। অবধারিতভাবেই তাই প্রশ্ন উঠেছে ক্রিকেটারদের পেশাদারিত্বের মান নিয়ে। এভাবে চলতে থাকলে কোথায় গিয়ে থামবে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ, এই নিয়ে উদ্বিগ্ন ক্রিকেট সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: ব্যাটিং পরামর্শকের দায়িত্ব নিতে কাল ঢাকায় আসছেন জেমি সিডন্স

Exit mobile version