বইমেলা। ফাইল ছবি
করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ১৫ ফেব্রুয়ারি থেকেই বইমেলা শুরুর পরিকল্পনা রয়েছে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে প্রকাশকসহ সংশ্লিষ্টদের সাথে মেলার প্রস্তুতি নিয়ে বৈঠক শেষে একথা জানান তিনি।
কবি নূরুল হুদা বলেন, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রাথমিকভাবে বইমেলা চালু রাখার পরিকল্পনা রয়েছে। তবে, আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন। দিনটি উপলক্ষে সরকারিভাবে নানা কর্মসূচি পালন করা হবে। সেকারণে ১৭ মার্চ পর্যন্ত বইমেলা চালুর রাখার পক্ষে মত দিয়েছেন প্রকাশকরা।
বাংলা একাডেমির মহাপরিচালক জানান, ১৭ মার্চ বিশেষ আয়োজনে দিনটি উদযাপন করতে চায় বাংলা একাডেমি। তবে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। করোনা সংক্রমণ বেড়ে গেলে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেয়া হবে। ফেব্রুয়ারির শুরুতেই মেলা বসাতে আগে থেকে তোড়জোর ছিলো সংশ্লিষ্টদের। ওমিক্রনের হানায় পেছানো হয় প্রাণের বইমেলা।
Leave a reply