Site icon Jamuna Television

নিষেধাজ্ঞার ব্যাপারে যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক আলোচনায় আগ্রহী: মার্কিন কংগ্রেসম্যান

যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা রাষ্ট্রের বিরুদ্ধে নয়, শুধু র‍্যাবের কতিপয় ব্যক্তির বিরুদ্ধে। এমন মন্তব্য করেছেন দেশটির হাউস ফরেন রিলেশনস কমিটির চেয়ারম্যান ও কংগ্রেসম্যান গ্রেগরি মিকস। তিনি বলেছেন, নিষেধাজ্ঞার ব্যাপারে যুক্তরাষ্ট্র দ্বি-পাক্ষিক আলোচনায় আগ্রহী। বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে নেতৃত্ব দেবে বলে আশা প্রকাশ করেন মিকস।

সোমবার (৩১ জানুয়ারি) নিউইয়র্কের কুইন্সের আটলান্টিক ডাইনার রেস্টুরেন্টে গ্রেগরী মিকসের সৌজন্যে একটি সামাজিক মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করেন প্রবাসীরা। সেখানে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের বক্তব্য শোনেন গ্রেগরী মিকস। বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক বিষয়গুলো তুলে ধরে গত এক দশকের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করেন এই কংগ্রেসম্যান। চলতি বছরের মাঝামাঝি সময়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Exit mobile version