বিশ্বজুড়ে পালিত হচ্ছে চান্দ্র নববর্ষ, শুভেচ্ছা পাঠালেন নভোচারীরাও

|

ছবি: সংগৃহীত।

বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে চান্দ্র নববর্ষ। জমকালো আয়োজনে বছরের প্রথম দিন বরণ করলো চীন। চোখ ধাঁধানো আলোকসজ্জা আর নানারকম সাংস্কৃতিক পরিবেশনায় মাতলো গোটা জাতি। লুনার নিউ ইয়ার পালিত হয়েছে জাপান, হংকং, তাইওয়ান, ভিয়েতনাম, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও আর্জেন্টনায়।

নাচ-গানে প্রথম প্রহরকে স্বাগত জানায় চৈনিকরা। দেশটিতে উৎসব উদযাপনের সবচেয়ে বড় আকর্ষণ হলো গালা ফেস্ট। মন মাতানো নৃত্যশৈলীর মাধ্যমে শিল্পীরা তুলে ধরেন হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতি। সে আয়োজনে বর্ষবরণের পাশাপাশি রয়েছে বসন্তের আমেজ।

আরও পড়ুন: জাপানের যুদ্ধবিমান এফ-১৫ বিধ্বস্ত, নিহত ২

চীন ছাড়াও জাপান, হংকং, তাইওয়ান, মালয়েশিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও আর্জেন্টিনায় চলছে উৎসব। নজরকাড়া আয়োজনে স্বাগত জানানো হচ্ছে চান্দ্রবর্ষকে। রাশিচক্র অনুসারে এবার ব্যাঘ্রবর্ষ বা বাঘের বছর। তাই সাজসজ্জার সবকিছুতেই বাঘের আদল স্পষ্ট।

মহাকাশেও উদযাপিত হলো নতুন চান্দ্রবর্ষ। স্পেস স্টেশন থেকে শুভেচ্ছা বার্তা দিলেন চীনা নভোচারীরা। নিজস্ব কায়দায় বরণ করে নিলেন নতুন বছরকে। ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বসন্তকাল উপলক্ষ্যে নানা আয়োজন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply