Site icon Jamuna Television

শিক্ষাক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার কতটা?

৫২’র ভাষা আন্দোলনের পর পেরিয়েছে ৭০ বছর। যে ভাষা আন্দোলনের পথ ধরে এসেছিল স্বাধীনতা, তারও অর্ধশতাব্দী পার করেছে বাংলাদেশ। তবুও বাংলা ভাষা যেন অসহায়। উচ্চশিক্ষার ক্ষেত্রে বলতে গেলে ব্যবহারই নেই বাংলার। এ অবস্থা বদলানো জরুরি মনে করেন বিশ্লেষকরা।

উচ্চ শিক্ষায় যেখানে বিভিন্ন দেশ তাদের নিজস্ব ভাষাকে প্রাধান্য দেয়, সেখানে বাংলা থাকে অবহেলিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ আজম বলছেন, বিষয়টি এখনই নীতি নির্ধারনী পর্যায়ে তদারকি দরকার। উন্নতদেশগুলোতে সমস্ত কাজকর্ম, গবেষণা, পড়াশোনা সবই হয় নিজের ভাষায়। বাংলাদেশে ভাষা সম্পর্কে একটা করণীয়, শিক্ষার সকল মাধ্যমটা যেন বাংলা ভাষায় হয়।

Exit mobile version