ছবি: সংগৃহীত
বিক্ষোভ আর ধর্মঘটের মাধ্যমে জান্তা শাসনের প্রতিবাদ জানাচ্ছেন মিয়ানমারের সাধারণ মানুষ। মঙ্গলবার দেশটিতে সেনা অভ্যুত্থানের এক বছর।
ইয়াঙ্গুন ও মান্দালয়ে সেনাচক্ষু উপেক্ষা করেই রাস্তায় নামেন বিক্ষোভকারীরা। এ সময় সামরিক শাসনের অবসান এবং পূর্ণ গণতন্ত্রের দাবিতে তারা দেন শ্লোগান। প্রতিবাদে যোগ দেন বৌদ্ধ ভিক্ষুরাও। রাজবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবি করেন তারা।
জান্তা শাসনের এক বছরে ‘সাইলেন্ট স্ট্রাইক’ এর ডাক দিয়েছে সুশীল সমাজ। যা পালনে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কাজ করছেন না সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা। বন্ধ ব্যবসায়িক কেন্দ্রগুলোও।
এদিকে মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ৬ মাস বৃদ্ধির ঘোষণা দিয়েছেন জান্তা প্রধান মিন অং লাইং। জানান- সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বাড়লো এই সময়সীমা।
ইউএইচ/
Leave a reply