Site icon Jamuna Television

আদালতের কাঠগড়ায় এক আসামির মৃত্যু, একই মামলায় জামিন পেলেন বাকিরা

আদালতে নিহত আসামি মো. শাহজাহান মুন্সী।

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে আদালতের কাঠগড়ায় অসুস্থ হয়ে মারা গেছে এক আসামি। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে এ ঘটনা ঘটে। ওই সময় বিচারকাজ পরিচালনা করছিলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফরিদউদ্দিন। তবে তার মৃত্যুর পর ওই মামলায় বাকি আসামিদের জামিন মঞ্জুর করা হয়।

মৃত ব্যক্তির নাম মো. শাহজাহান মুন্সী (৭০)। তিনি চরভদ্রাসন সদর ইউনিয়নের মৌলভীচর গ্রামের বাসিন্দা মৃত মজিদ মৃধার ছেলে।

আদালত সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা মো. দুলাল মিয়া বাদী হয়ে গত বছরের ৪ অক্টোবর চরভদ্রাসন থানায় শাহজাহান মৃধাসহ চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সমন পেয়ে সোমবার (৩১ জানুয়ারি) আদালতে হাজিরা দেন শাহজাহান মৃধাসহ চার আসামি। আসামিরা আদালতে জামিনের আবেদন জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনার প্রত্যক্ষদর্শী এক আইনজীবী বলেন, জামিন শুনানির এক পর্যয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা শাহজাহান মৃধা অসুস্থ হয়ে পড়ে যান। পরে আদালতের নির্দেশে তাকে আদালত কক্ষের বাইরে নিয়ে আসা হয়। ওই সময় তার মাথা ও চোখে পানির ছিঁটা দিয়ে ফরিদপুর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। তবে হাসপাতালে নেয়া হলে ওই আসামিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা গনেশ কুমার আগারওয়ালা বলেন, হাসপাতালে আনার আগেই মারা গেছেন শাহজাহান মৃধা।

আরও পড়ুন: কারাগারের ডিভিশন বাতিল, কনডেম সেলে প্রদীপ ও লিয়াকত

এ মামলায় আসামি পক্ষের আইনজীবী শাহ মো. আবু জাফর বলেন, জমি বিক্রি করার টাকা নিয়ে জমি বুঝিয়ে দেয়া হয়নি মর্মে অভিযোগ করে শাহজাহান মৃধাসহ চারজনকে আসামি করে প্রতারণার অভিযোগ সংক্রান্ত এ মামলাটি দায়ের করেন দুলাল মিয়া। ওই মামলায় আদালত থেকে সমন যাওয়ার পর আদালতে হাজির হয়ে শাহজাহান মৃধাসহ চার আসামি জামিনের আবেদন জানান। কাঠগড়ায় শাহজান মিয়া অসুস্থ হওয়ার পর আদালত সকল আসামির জামিন মঞ্জুর করেন।

এসজেড/

Exit mobile version