Site icon Jamuna Television

জানুয়ারিতে করোনায় মৃত্যু: ৭২ দশমিক ৭ শতাংশই টিকে নেয়নি

প্রতীকী ছবি।

দেশে করোনা সংক্রমণে গত জানুয়ারি মাসে মারা গেছেন ৩২২ জন। এরমধ্যে ৮৮ জন টিকা নিয়েছিলেন, বাকি ২৩৪ জন টিকা নেননি।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তাতে আরও জানানো হয়, ওই মাসে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২৭ দশমিক ৩ শতাংশ টিকা নিলেও ৭২ দশমিক ৭ শতাংশ টিকা নেয়নি।

টিকা নেয়া ওই ৮৮ জনের মধ্যে ১৫ ডোজ ভ্যাক্সিন পেয়েছিলেন ১৫ জন। আর দুই ডোজ ভ্যাক্সিন নিয়েছিলেন ৬৮ জন। এছাড়া ২ জন তৃতীয় ডোজের ভ্যাক্সিন পেয়েছিলেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন আরও ৩১ জন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ২৮ হাজার ৪২৫ জনে। ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১৩ হাজার ১৫৪ জন। পরীক্ষার অনুপাতে এদিন করোনা শনাক্তের হার ২৯ দশমিক ১৭ শতাংশ। এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ১৮ লাখ ১১ হাজার ৯৮৭ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৭২১ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৫ লাখ ৭০ হাজার ৯৩৪ জন।

প্রসঙ্গত, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

Exit mobile version