Site icon Jamuna Television

কারামুক্ত সিনহা হত্যা মামলার খালাসপ্রাপ্তরা

মেজর সিনহা হত্যা মামলায় খালাসপ্রাপ্ত আসামিরা।

আদালত থেকে মামলার রায় সংশ্লিষ্ট কাগজপত্র পাওয়ার পরই কারাগার থেকে ছেড়ে দেয়া হয়েছে মেজর সিনহা হত্যা মামলার খালাসপ্রাপ্ত ৭ পুলিশ সদস্যকে। এর আগে সোমবার (৩১ জানুয়ারি) সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায়ে তাদের বেকসুর খালাস দেয়া হয়। ওইদিন রাতেই তাদের মুক্তি দেয়া হয় বলে জানিয়েছেন কক্সবাজারের জেল সুপার নেছার আলম।

মামলায় খালাসপ্রাপ্তরা হচ্ছেন বাহারছড়া পুলিশ চেকপোস্টের এপিবিএন এর সদস্য এসআই শাহজাহান আলী, কনস্টেবল মো. রাজীব ও মো. আব্দুল্লাহ, বাহারছরা পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন এএসআই লিটন মিয়া, কনস্টেবল সাফানুল করিম, কামাল হোসেন, ও কনস্টেবল আব্দুল্লাহ আল মামুন।

আরও পড়ুন: সিনহা হত্যার রায়: ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতের ফাঁসির আদেশ

উল্লেখ্য, চাঞ্চল্যকর মেজর (অব.) সিনহা হত্যা মামলার রায় ঘোষণা করা হয় সোমবার বিকেলে। এই মামলায় বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড ঘোষণা করেন কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল। রায়ে বরখাস্তকৃত এসআই নন্দদুলাল রক্ষিত, কনস্টেবল সাগর দেব ও রুবেল শর্মাসহ ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় এবং খালাস দেয়া হয় ৭ জনকে।

Exit mobile version