Site icon Jamuna Television

চলন্ত বাসে পোশাক শ্রমিককে ধর্ষণের চেষ্টা, আটক ৭

ঢাকার ধামরাইয়ে চলন্ত বাসে পোশাক শ্রমিক ধর্ষণচেষ্টার অভিযোগে চালকসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের কসমস এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কারখানায় কাজ শেষে ধামরাইয়ের ইসলামপুর থেকে বাসে ওঠেন ওই নারী। কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ৫ যাত্রী ছাড়া অন্যরা নেমে যান। এরপর চালকের সহকারী দরজা বন্ধ করে দেয় এবং বাস জোরে চালাতে থাকে। বাসেই ওই নারীর ওপর নির্যাতন চালানোর চেষ্টা করা হয়।

তবে তার চিৎকারে আশপাশের লোকজন বিষয়টি বুঝতে পেরে ধামরাই থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ধাওয়া করে কসমস এলাকা থেকে সাত জনসহ বাসটিকে আটক করে। উদ্ধার করা হয় ভুক্তভোগীকে।

Exit mobile version