Site icon Jamuna Television

২৩ বছরে পা দিলো দৈনিক যুগান্তর

২২ পেরিয়ে ২৩ বছরে পা দিলো দৈনিক যুগান্তর

‘সত্যের সন্ধানে নির্ভীক’ স্লোগানে ২২ পেরিয়ে ২৩ বছরে পা দিলো দৈনিক যুগান্তর।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর প্রগতি সরণিতে অবস্থিত দৈনিক যুগান্তরের কার্যালয়ে ঘরোয়া পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম এমপিকে সাথে নিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ কেক কেটে আনুষ্ঠানিকতা শুরু করেন। সম্পাদক সাইফুল আলম ও যমুনা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ফাহিম আহমেদ ছাড়াও জনপ্রিয় দৈনিকটির সিনিয়র সাংবাদিক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়া পরিবেশে আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ জানান প্রধান অতিথি ড. হাছান মাহমুদ। শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, স্বকীয়তা বজায় রেখে যুগান্তর পাঠক প্রিয় হয়েছে এবং প্রায় দুই যুগ তা ধরে রেখেছে। প্রতিশ্রুতির প্রমাণ দিয়েছে জাতীয় দৈনিকটি। ভবিষ্যতেও দেশের যেকোনো প্রয়োজনে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলেও আশা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

Exit mobile version