Site icon Jamuna Television

ফেনীতে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের ১০ বছরের কারাদণ্ড

রায় শেষে দণ্ডপ্রাপ্ত নিজাম উদ্দিনকে নিয়ে যাওয়া হয় আদালতে।

ফেনী প্রতিনিধি:

ফেনীর দাগনভূইয়া উপজেলার রাজাপুর ইউনিয়নের সাপুয়া গ্রামে বড় ভাই জহিরুল হক জহিরকে পিটিয়ে কড়াইয়ের গরম তেলে ফেলে ঝলসে হত্যার অভিযোগ ওঠে ছোট ভাই নিজাম উদ্দিনের বিরুদ্ধে। এ সংক্রান্ত মামলায় হত্যাকারী ছোট ভাইকে দশ বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

তবে এ রায়ে তিনি সন্তুষ্ট নন বলে জানান নিহতের স্ত্রী ফাতেমা আক্তার। উচ্চ আদালতে আপিল করবেন বলেও জানান তিনি।

এর আগে, গত রোববার (২৯ জানুয়ারি) এ মামলার একমাত্র আসামি নিজাম উদ্দিনের উপস্থিতিতে যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষে পিপি হাফেজ আহম্মদ ও আসামি পক্ষে শরফুদ্দিন মাহমুদ মানিক তাদের স্বপক্ষে যুক্তি তুলে ধরেন।

আরও পড়ুন: খসে গেছে হাত-পা, তবু থেমে নেই জব্বার

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৬ মার্চ সকাল ৭টায় দাগনভূইয়া উপজেলার রাজাপুর ইউনিয়নের সাপুয়া উচ্চ বিদ্যালয়ের চায়ের দোকানের সামনে কয়েকজন প্রথমে পিটিয়ে আহত করে জহিরকে। তিনি নিস্তেজ হয়ে পড়লে একপর্যায়ে কড়াইয়ের গরম তেলে ফেলে দেয়া হয়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে। তবে চিকিৎসাধীন অবস্থায় গত ৩ এপ্রিল সন্ধ্যায় মারা যান জহির। এ ঘটনায় তার ভগ্নিপতি ফজলুল করিম বাদি হয়ে ৪ এপ্রিল রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে নিহতের স্ত্রী ফাতেমা আক্তার রিমা বাদি হয়ে মৃত নুরুল হক মিয়ার ছেলে নিজাম উদ্দিনকে আসামি করে দাগনভূইয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

এসজেড/

Exit mobile version