Site icon Jamuna Television

করোনা সংক্রমণ বাড়ায় হাসপাতালের চেয়ে বাসায় খালেদা জিয়ার চিকিৎসা নেয়া নিরাপদ: মেডিকেল বোর্ড

করোনা সংক্রমিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, এ আশঙ্কায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালের পরিবর্তে বাসায় নেয়া হচ্ছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। ২ মাস ১৯ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেতে যাচ্ছেন বেগম খালেদা জিয়া।

এ উপলক্ষে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় একটি সংবাদ সম্মেলন করে এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ গঠিত বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ড। তাতে জানানো হয়, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি চেয়ারপারসন ছাড়া পাচ্ছেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, খালেদা জিয়ার অবস্থা বর্তমানে স্থিতিশীল; জীবন সংকটে পড়ার মতো অবস্থায় নেই। তবুও পুনরায় রক্তক্ষরণের শঙ্কা থেকেই যায়।

চিকিৎসকেরা জানিয়েছেন, হাসপাতাল থেকে ছাড়া পেলেও তার লিভার সিরোসিসের চিকিৎসা করা যায়নি। আরও বলেন, টিআইপিএস করা দরকার। সেটা দেশে সম্ভব নয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার জন্য এভারকেয়ার হাসপাতাল গঠিত মেডিকেল বোর্ডের প্রধান প্রফেসর ডা. শাহাবুদ্দিন তালুকদার, প্রফেসর ডা. এফএম সিদ্দিকী, প্রফেসর ডা. শেখ মো: আবু জাফর, ডা. মো: জাফর ইকবাল, ডা. মো: সাদিকুল ইসলাম, প্রফেসর ডা. একিউএম মহসিন, প্রফেসর ডা. আরেফিন, প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসাইন প্রমুখ।

উল্লেখ্য, গত বছরের ১৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বেগম খালেদা জিয়া। আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন খালেদা জিয়া।

Exit mobile version