Site icon Jamuna Television

চট্টগ্রাম বিমানবন্দরে গাড়ির চাকা থেকে ৪৬টি স্বর্ণের বার উদ্ধার

উদ্ধারকৃত স্বর্ণের বার ও চাকা।

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে গ্যারেজে রাখা একটি গাড়ির চাকা থেকে মিলেছে ৫ কেজি ৩৩৬ গ্রাম ওজনের ৪৬টি স্বর্ণের বার।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রান্ড সার্ভিসিং এরিয়ায় একটি অভিযান চালায় বিমানবন্দর শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।

এ সময় গ্যারেজে থাকা একটি গাড়ির চাকার ওজন বেশি মনে হওয়ায় সেটি স্ক্যান করেন শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। চাকার ভেতরে স্বর্ণের বার লুকানো আছে নিশ্চিত হওয়ার পর, চাকাটির টায়ার খুলে ফেলা হয়। সেখানেই পাওয়া যায় ৪৬ টি স্বর্ণের বার।

শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকৃত স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৪৫ হাজার টাকা।

/এসএইচ

Exit mobile version