Site icon Jamuna Television

সরকারিভাবে ডিজিটাল মুদ্রা চালু করছে ভারত

ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

সরকারিভাবে ডিজিটাল মুদ্রা চালু করছে ভারত। আগামী অর্থবছরেই ভারতের কেন্দ্রীয় ব্যাংক চালু করবে এই ডিজিটাল কারেন্সি। খবর নিউজ এইটটিন’র।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) পার্লামেন্টে ২০২২-২৩ অর্থবছরের বাজেট বক্তব্যে এ সিদ্ধান্ত জানান দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

নির্মলা সীতারামন জানান, ডিজিটাল অর্থনীতি বিকাশে ভূমিকা রাখবে এ উদ্যোগ। মূলত ক্রিপ্টোকারেন্সির বিকল্প হিসেবেই নিজস্ব এই ডিজিটাল মুদ্রা চালুর উদ্যোগ ভারতের। একইসাথে ক্রিপ্টোকারেন্সিতে ৩০ শতাংশ কর আরোপের ঘোষণা দেন নির্মলা সীতারামন। মঙ্গলবার প্রায় ৪০ লাখ কোটি রুপির বাজেট ঘোষণা করেন ভারতের অর্থমন্ত্রী। মহামারিকালে ক্ষতিগ্রস্ত অর্থনীতি চাঙা করাতে নেয়া হয়েছে নানা উদ্যোগ। বিপুল বরাদ্দ রাখা হয়েছে সড়ক, বিমানবন্দর ও অন্যান্য নতুন অবকাঠামো নির্মাণে।

Exit mobile version