Site icon Jamuna Television

তৃতীয় স্বামীর কাছে আনুগত্য প্রমাণ করতে নিজ সন্তানকে পুড়িয়ে হত্যা করলেন মা

প্রতীকী ছবি।

তৃতীয় স্বামীর কাছে আনুগত্য প্রমাণ করতে নিজের গর্ভে ধারণ করা মেয়েকে পুড়িয়ে হত্যা করেছেন মা। ভারতের দক্ষিণাঞ্চলের শহর চেন্নাইয়ের তিরুভোত্তিউরে এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটেছে।

অভিযুক্ত ওই মহিলার নাম জয়লক্ষ্মী এবং তার স্বামীর নাম পদ্মনাভন। রোববার (৩০ ফেব্রুয়ারি) জয়লক্ষী ১০ বছর বয়সী মেয়ে পবিত্রার গায়ে আগুন লাগান। পরে সোমবার সকালে হাসপাতালে মারা যায় সে। এরইমধ্যে অভিযুক্ত মহিলা এবং তার স্বামীকে গ্রেফতার করেছে চেন্নাই পুলিশ।

পুলিশ জানায়, পদ্মনাভন মাঝে মাঝেই পরকীয়া সম্পর্কের জন্য জয়লক্ষীকে সন্দেহ করতো। রোববার মাতাল অবস্থায় সে বাড়ি আসে এবং অশান্তি শুরু করে। তখনই নিজে স্ত্রীকে সে আনুগত্য প্রমাণ করতে বলে।

জয়লক্ষীর স্বামী তখন বলে, নিজের বিশ্বস্ততা প্রমাণ করতে সে যেন নিজের মেয়ের গায়ে আগুন লাগিয়ে দেয়। যদি জয়লক্ষ্মী বিশ্বস্ত হয়, তা হলে তার মেয়ের কিছু হবে না বলেও দাবি করেছিল পদ্মনাভন। এরপরই ঘুমন্ত মেয়েকে তুলে এনে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন জয়লক্ষী। পরে মেয়ে পবিত্রার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসে এবং তাকে হাসপাতালে ভর্তি করে।

জেডআই/

Exit mobile version