Site icon Jamuna Television

রোহিঙ্গা বিতাড়নের পর জাতির উদ্দেশে ভাষণ দেবেন সুচি!

তিন সপ্তাহে প্রায় ৪ লাখ রোহিঙ্গাকে দেশছাড়া করার পর রাখাইন পরিস্থিতি নিয়ে কথা বলার প্রয়োজনীয়তা অনুভব করেছেন মিয়ানমারের নেত্রী অং সান সুচি। এ ইস্যুতে আগামী সপ্তাহে তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

বুধবার এ তথ্য জানিয়েছেন, মিয়ানমার সরকারের মুখপাত্র যও থে। ১৯ সেপ্টেম্বরের ভাষণে সুচি জাতীয় ঐক্য ও শান্তির ডাক দেবেন বলেও ইঙ্গিত দেন তিনি। একইসাথে সুচি গুরুত্ব দেবেন মিয়ানমারের অভ্যন্তরীন শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার ওপর। আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেয়ার কথা সুচির। তবে রোহিঙ্গা নিপীড়ন নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার মুখে এ অধিবেশনে যাচ্ছেন না তিনি।

২৫ আগস্ট থেকে রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠির ওপর নজিরবিহীন নির্যাতন চললেও সেনা নিপীড়নের ব্যাপারে নিশ্চুপ মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা সুচি। উল্টো পুরো ঘটনার জন্য তিনি দায় চাপিয়ে আসছেন সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠির ওপর। যদিও লাখ লাখ রোহিঙ্গা কি কারণে মিয়ানমার ছেড়ে পালিয়েছে, সে প্রসঙ্গ বরাবরই এড়িয়ে গেছেন তিনি।

Exit mobile version