Site icon Jamuna Television

নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ৪১

হামলার পর ঘটনাস্থল পরিদর্শন করছে নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী।

নাইজেরিয়ার শিরোরোতে সন্ত্রাসীগোষ্ঠী বোকো হারামের চালানো হামলায় নিহত হয়েছেন অন্তত ৪১ জন, আহত হয়েছেন আরও বহুসংখ্যক। খবর রয়টার্সের।

সোমবার (৩১ জানুয়ারি) নাইজারের গভর্নর আলহাজি বেল্লো জানান, রোববার বিকেলে শতাধিক সশস্ত্র সন্ত্রাসী শিরোরোর গালাদিমানকাগো গ্রামে হামলা চালিয়ে অন্তত ১১ জন নিরাপত্তাকর্মী ও বহুসংখ্যক গ্রামবাসী হতাহত করেছে।

গালাদিমানকাগোর স্থানীয় বাসিন্দা দাহিউর মুহাম্মদ জানিয়েছেন, হামলাকারীরা বোকো হারামের সদস্য। তারা মোটরসাইকেলে করে গ্রামে এসে এলোপাতাড়ি গুলি চালিয়ে ১১ নিরাপত্তাকর্মী ও অন্তত ৩০ জন গ্রামবাসীকে হত্যা করেছে। হামলার পর গ্রামের অধিকাংশ মানুষই বাড়িঘর ছেড়ে পার্শ্ববর্তী শহর মিন্নায় পালিয়ে গেছেন।

প্রসঙ্গত, গত কয়েক বছরে বোকো হারামের হামলায় অতিষ্ঠ হয়ে উঠেছে নাইজেরিয়াবাসী। বোকো হারামের সদস্যদের স্থানীয়ভাবে ডাকাত বলে অভিহিত করা হয়।

/এসএইচ

Exit mobile version