Site icon Jamuna Television

ঢাকায় চলছে পেশাগত সামরিক শিক্ষা’র ওপর আন্তর্জাতিক সম্মেলন

দক্ষিণ এশিয়ার সামরিক বাহিনীর স্টাফ কলেজ কমান্ড্যান্টদের নিয়ে দেশে পেশাগত সামরিক শিক্ষা’র ওপর আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে মিরপুর সেনানিবাসে এ সম্মেলনের উদ্বোধন হয়। এর মূল লক্ষ্য একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ সামনে রেখে পেশাগত জ্ঞান বিষয়ে মতবিনিময় ও পারস্পরিক সহযোগিতা জোরদার করা। দুই দিনের এ সম্মেলনে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকার সামরিক বাহিনীর স্টাফ কলেজের কমান্ড্যান্টগন এবং মালদ্বীপ স্টাফ কলেজের প্রতিনিধি পর্যবেক্ষক হিসেবে সম্মেলনে অংশগ্রহন করেছে।

সম্মেলনের প্ল্যানারি সেশনে তথ্য সংগ্রহ ও পরিচালনা, সাইবার ও গবেষণা কেন্দ্রের কার্যক্রমসহ নানা বিষয়ে আলোচনা ছিল। উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। সম্মেলনে সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ অংশগ্রহণকারী দেশগুলোর কমান্ড্যান্টদের সাথে মতবিনিময় করেন

Exit mobile version