Site icon Jamuna Television

ইল শিকার করতে গিয়ে শক, ছটফট করতে করতে কুমিরের মৃত্যু (ভিডিও)

জলাশয়ে কুমির হিংস্র প্রাণী হিসেবেই পরিচিত। কুমিরের কামড়ে এ যাবৎকালে মাছ ছাড়াও অনেক প্রাণীই মৃত্যুবরণ করেছে। এবার মাছ শিকার করতে গিয়ে মৃত্যু হলো স্বয়ং কুমিরের। তবে সেটি আর পাঁচটা সাধারণ মাছ নয়, ইল শিকার করতে গিয়েই প্রাণ গেছে কুমিরটার।

এই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যদিও ঘটনাটি কোন জায়গার সেটি জানা যায়নি। শিকারির হাত থেকে বাঁচতে শরীরে প্রচণ্ড বিদ্যুৎ উৎপাদন করে ইল। এ ক্ষেত্রেও তেমটিই ঘটেছে।

ভিডিওতে দেখা যায়, একটি জলাশয়ের পাড়ের কাছে পরে আছে ইল মাছ। তার পাশেই ঘাপটি মেরে ছিল কুমিরটি। সুযোগ বুঝে ইল মাছটিকে চোয়ালে চেপে ধরতেই ঘটলো বিপত্তি। ইলের শরীরে উৎপন্ন ৮৬০ ভোল্টের বিদ্যুতের প্রভাবে কাঁপতে শুরু করে কুমিরের শরীর। একসময় ছটফট করতে করতে মারা যায় কুমির। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

আরও পড়ুন: তৃতীয় স্বামীর কাছে আনুগত্য প্রমাণ করতে নিজ সন্তানকে পুড়িয়ে হত্যা করলেন মা

জেডআই/

Exit mobile version