Site icon Jamuna Television

আবারও সপরিবারে করোনায় আক্রান্ত মেয়র আতিক

ফাইল ছবি

ফের সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকা (উত্তর) সিটি করপোরেশন মেয়র মো. আতিকুল ইসলাম দ্বিতীয় বারের মতো সপরিবারে করোনাক্রান্ত হয়েছেন।

ঢাকা (উত্তর) সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে মেয়র আতিক সপরিবারে করোনা পরীক্ষা করালে তাদের ফলাফল পজিটিভ আসে। এ মুহূর্তে সপরিবারে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন মেয়র আতিক। তবে চিকিৎসকের পরামর্শে প্রয়োজনে হাসপাতালে ভর্তি হবেন জানিয়েছেন তিনি।

নিজের ও পরিবারের সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন মেয়র আতিক। সেই সাথে সবাকেই স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানও জানান তিনি।

উল্লেখ্য, ২০২০ সালের শুরুর দিকে প্রথমবারের মতো সপরিবারে করোনায় আক্রান্ত হন মেয়র আতিক।

/এসএইচ

Exit mobile version