Site icon Jamuna Television

রাবিতে ছাত্র নিহতের ঘটনায় প্রক্টরকে প্রত্যাহারের সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হলের সামনে ট্রাকচাপায় ছাত্র নিহতের ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবির মুখে প্রক্টর লিয়াকত আলীকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গতরাতে ক্যাম্পাসে সংবাদকর্মীদের বিষয়টি জানান উপাচার্য। দুর্ঘটনায় ঘাতক ট্রাক চালককে গ্রেফতার ও ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেন তিনি। সেইসাথে ক্যাম্পাসে সবধরনের নির্মাণকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে মঙ্গলবার রাতে হবিবুর রহমান হলের সামনে মালবাহী ট্রাকচাপায় নিহত হন মোটরসাইকেল আরোহী হিমেল। আহত হয় আরও একজন। এই খবর ছড়িয়ে পড়লে হল থেকে বেরিয়ে আসে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সামনে থাকা ৫ ট্রাকে আগুন ধরিয়ে দেয় তারা। মুহূর্তেই পুরো ক্যাম্পাসে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিভিন্ন ভবন ভাঙচুরের পাশাপাশি সড়ক অবরোধ করে রাখে তারা। পরে ঘটনাস্থলে উপাচার্য গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ইউএইচ/

Exit mobile version