Site icon Jamuna Television

করোনা: ৮ মাস পর দিনে ১১ হাজারের বেশি মৃত্যু দেখলো বিশ্ব

ছবি: প্রতীকী

দীর্ঘ আট মাস পর সারাবিশ্বে দিনে আবারও করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ১১ হাজারের বেশি মানুষ। নতুনভাবে শনাক্ত হলো ২৮ লাখ ৬২ হাজারের বেশি সংক্রমণ।

মঙ্গলবার প্রাণহানির শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। পুরো একবছর পর দিনে আবারও ৩ হাজারের কাছাকাছি মৃত্যু দেখলো দেশটি। এদিন দু’লাখ ৬৫ হাজার মানুষের শরীরে মিলেছে করোনাভাইরাস। অবশ্য সংক্রমণ শনাক্তে সবাইকে টপকে গেছে ফ্রান্স। দেশটিতে আবারও দিনে ৪ লাখের বেশি করোনা শনাক্ত হয়েছে।

ভারতে মঙ্গলবার প্রাণ হারিয়েছেন ১৭শ’র বেশি মানুষ; শনাক্ত হয়েছে এক লাখ ৬০ হাজারের কাছাকাছি কোভিড পজেটিভ রোগী। এছাড়া ব্রাজিল, রাশিয়া, তুরস্ক ছাড়াও ইউরোপীয় দেশ ইতালি-জার্মানি-ব্রিটেনে দেড় লাখের বেশি শনাক্ত হয়েছে করোনা।

ইউএইচ/

Exit mobile version